মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী বেলাবো আসনের বিএনপির সাবেক এমপি সরদার সাখাওয়া হোসেন বকুল বলেছেন,শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তার দোষরা এখনো দেশে রয়েছে। ভারতে বসে শেখ হাসিনা ও তার দোষরা এখনো ষড়জন্ত্র করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্ত্র মুদির উদ্যেশে তিনি আরো বলেন,শেখ হাসিনার কথায় বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করবেন না। আমরা অস্ত্র হাতে নিয়ে ৭১ এ দেশ স্বাধীন করেছি। প্রয়োজনে বাংলার ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত দিয়ে আবারো অস্ত্র হাতে নিয়ে দাড়াবো। তারপরও বাংলার এক ইঞ্চি মাটিতে কাউকে আঘাত করতে দেয়া হবে না।
আজ শনিবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে রাষ্ট্র মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা মুক্ত হস্তে আর বাংলার মাটিতে ফিরতে পারবেনা উল্লেখ করে তিনি আরো বলেন,তার বিরুদ্ধে অর্ন্তজাতিক রেড এলার্ট জারি করা হয়েছে ইন্টারপুলে । ওনাকে বাংলার মাটিতে আনা হবে ৫৭ জন মুক্তিযোদ্ধা সেনাবাহিনির হত্যার বিচারের মুখোমুখি করে। শেখ হাসিনাকে বাংলার মাটিতে গ্রেপ্তার করে আনা হবে সাগর রুনির হত্যার জবাব দেওয়ার লক্ষে। শাপলা চত্ত্বরে হেফাজত ইসলামের হাজার হাজার মানুষকে হত্যার জবাব নেওয়ার জন্য,আমাদের নেতা ইলিয়াস আলীর লাশ ফেরৎ দেয়ার লক্ষে,জহির কমিশনার সহ হাজার হাজার নেতাকর্মীর গুম করা লাশ ফেরত দেয়ার লক্ষে। তাকে জবাবদিহি করতে হবে আয়না করে কারা বাংলার মানুষকে নির্যাতন করেছিল। জবাবদিহি করতে হবে আমাদের প্রানপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কেন জেল খাটানো হলো। শেখ হাসিনা ও তার দোষরের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা হয়েছে।
ভারতের উদ্যেশে আরো বলেন,আমাদের সাথে সু-সম্পর্ক চান, অনতিবিলম্বে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে আমাদের সরকারের হাতে ফিরিয়ে দিতে হবে। নয়তো ভারতের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না।
প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে উদ্যেশ্য করে তিনি বলেন,আপনারা নিবার্চনের সুনিষ্ট তারিখ ঘোষনা করেন। নয়ত বিএনপি ও সমমনা দল আন্দোলনের মাধ্যম্যে আপনার কাছ থেকে সংসদ নির্বাচন আদায় করবো।
চরমান্দালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব মোর্শেদ শাহেনশাহ’র সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল। এসময় আরো উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, কটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য ভিপি গোলাম মস্তোফা,পৌর সদস্য সচিব, এড. আবদুল হান্নান, মহিলা দল নেত্রী মনোহরদী পৌরসভার সাবেক কমিশনার শামসুন্নাহার, মহিলা দল সাধারন সম্পাদক হাসিনা হিমু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব মাসউদুর রহমান সোহাগ, পৌর সভাপতি বকুল, সদস্য সচিব মামুন, শ্রমিক দল সভাপতি, বাবুল আকন্দ, সাধারণ সম্পাদক, তোফাজ্জল হোসেন, ছাত্রদল নেতা, মনিরুজ্জামান ছোটন, রাকিব হাসান ইমরান ইসহাক রানা,রাকিব মিয়া প্রমুখ