দূর্নীতি মুক্ত মনোহরদী গড়ে তুলতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই বলে মন্তব্য করেছেন মনোহরদী থানার নবাগত ওসি মুহাম্মদ আব্দুল জাব্বার।
রবিবার(২২ ডিসেম্বর)বিকালে মনোহরদী থানার আয়োজনে ওসি’র কার্যালয়ে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন,সাংবাদিকরা পুলিশের বন্ধু, আপনাদের সহযোগীতা পেলে মনোহরদীকে দূর্নীতি মুক্ত করা আমাদের জন্যে সহজ হবে। আপনারা আমার কাছে সব ধরনের সহযোগিতার পাবেন।
এ সময় কোন সাংবাদিক যেন থানায় এসে দালালী করে সাধারণ জনগণকে হয়রানী করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ওসিকে আহ্বান জানান,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল।
এরপর সাংবাদিকবৃন্দ তাদের পরিচয় মতামত তুলে ধরেন এবং তিনি তা ডায়েরীতে লিপিবদ্ধ করেন।