
মোঃ বাদল মিয়া : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নিপীড়ন ও হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকালে নরসিংদী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সভাপতি তুষার মিত্রের সভাপতিত্বে ও নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, নরসিংদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ইত্তেফাক পত্রিকার সংবাদকর্মী বাবু নিবারণ রায়, শিক্ষাবিদ ডা. মশিউর মৃধা, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরে আলম রনি, মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাওন খন্দকার শাহিন ও রায়পুরা রিপোর্টার্স ক্লাবের তৌফিকুর রহমান,বেলাব প্রেসক্লাবে সদস্য মোঃ বাদল মিয়া,আবদুল্লাহ ফয়সালসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন সহ ছয় দফা দাবি উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ ও জেলায় কর্মরত সংবাদকর্মীরা।