নরসিংদির মনোহরদীতে চালাকচর ইউনিয়নের জনপ্রতিনিধি ও চালাকচর বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ:সভাপতি জনাব হুসাইন আহাম্মদ কুলি মেম্বারের উপর আওয়ামী সন্ত্রাসী সাইফুল ইসলাম, পিতা: মজনু আনুমানিক ১২টার দিকে, চালাকচর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ভিতর ঢুকে কুলি মেম্বারের উপর হামলা চালায়, হামলায় ডাকে চিৎকারে বাজারে অবস্থানরত সাধারণ জনতা, সাইফুলকে ঘটনাস্থলে আটক করে ২ঘন্টা ডিজিটাল সেন্টারে সাটারবন্ধ অবস্থায় রাখে। পরে মনোহরদী থানার এস আই শহিদুল ওনার সঙ্গীয় ফোর্স নিয়ে আওয়ামী সন্ত্রাসী সাইফুলকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সাধারণ মানুষ এবং চালাকচর বাজার বণিক সমিতির পরিচালনা কমিটি সাইফুলের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন সহ তার বিচারের দাবী করেন।