মো: হিমেল মিয়া।
মনোহরদী উপজেলা প্রতিনিধি।
নরসিংদী জেলার মনোহরদী থানার বিভিন্ন এলাকায় শীতের কারনে কদর বেড়েছে খেজুরের রসের। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে খেজুরের রস খাওয়ার জন্য। লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মানুষ খেজুরের রস খায়। অন্যান্য বছরে তুলনায় এই বছরে চাহিদা বেড়েছে বহুগুণ। খেজুরের রস বিক্রেতা হাফেজ মাওলানা শফিকুল ইসলাম বলেন এ বছরে খেজুরের রসের চাহিদা বাড়ার কারণে দাম অনেক বেশি। বেশি দামে রস বিক্রি করতে পাড়ায় আমি অনেক খুশি। মনোহরদী থানার বিভিন্ন এলাকা থেকে আসে আমার এখানে রস খাওয়ার জন্য। আমি অত্যন্ত সতর্কতার সহিত রস সরবরাহ করে থাকি।বাঁদুেরর আক্রম বেঁকে রক্ষা করার জন্য আমি নেট ব্যবহার করি। তাই বাঁদুর সহজে আক্রমণ করতে পারে না। সিঙ্গাপুর প্রবাসী নাঈম আহমেদ বুলবুল বলেন খেজুরের রস অনেক সুস্বাদু মিষ্টি। তাই আমি খুব ভোরে অনেক দূর থেকে রস খেতে আসলাম। রস খেয়ে অনেক তৃপ্তি পেলাম।