বেপরোয়া মোটরসাইকেল চালনায় রক্তাক্ত সড়ক, প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে ঘটছে সড়ক দুর্ঘটনা। পত্রিকা, রেডিও, টেলিভিশন, ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় সড়কে প্রাণ হারাচ্ছে মানুষ—আর এর বড় একটি অংশই মোটরসাইকেল দুর্ঘটনা।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিনা ল্যাবরেটরি স্কুলের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুই তরুণ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিপদজনকভাবে মোটরসাইকেল চালানো এখন এক নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। অল্প বয়সী ছেলে-পেলেদের অনেকেই প্রশিক্ষণ ছাড়াই মোটরসাইকেল চালানো শুরু করে, যার পরিণতিতে ঘটছে মারাত্মক দুর্ঘটনা। এমনকি সম্প্রতি নরসিংদীর শিবপুরে একসাথে তিন তরুণ বন্ধুর মৃত্যু হয়েছে একটি দুর্ঘটনায়।
এই দুর্ঘটনাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয়, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ ছাড়াও প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা তৈরি না হলে এ মৃত্যুর মিছিল থামানো যাবে না।
সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে—আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এবং তরুণ প্রজন্মকে নিরাপদ ও নিয়ন্ত্রিতভাবে চলাচলের শিক্ষা দিতে হবে।