দুয়ারে কড়া নাড়ছে কোপা আমেরিকা। জুনে এই টুর্নামেন্ট শুরুর আগে দলকে পুরোপুরি প্রস্তুত করে নিতে মরিয়া দক্ষিণ আমেরিকার দেশগুলো। যে কারণে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোকে পাখির চোখ করেছে তারা। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না।
আন্তর্জাতিক বিরতিতে এল সালভাদরের বিপক্ষে প্রথম ম্যাচে ৩–০ গোলে জেতার পর এবার বেঞ্চের শক্তিও পরীক্ষা করতে চান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোস্টারিকা ম্যাচের আগে দলের একাদশে ৫–৬টি পরিবর্তন আনার কথা স্কালোনি নিজেই জানিয়েছেন।
লস অ্যাঞ্জেলেসে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বিরতিতে নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে পরিবর্তন আনার কথা জানিয়ে স্কালোনি বলেছেন, ‘আমরা ৫–৬টি পরিবর্তন আনতে যাচ্ছি। আমি ওয়াল্টার বেনিতেজকে একটা সুযোগ দিতে চাই। গারনাচোরও শুরুর একাদশে থাকার সম্ভাবনা আছে।’