সন্ত্রাসবাদ থেকে বিশ্বের কোনো দেশই সুরক্ষিত নয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মস্কোর উপকণ্ঠের কনসার্ট হলে গত শুক্রবারের ভয়াবহ হামলা ঠেকাতে না পারাটা রাশিয়ার নিরাপত্তা বাহিনীগুলোর ব্যর্থতা কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।
শুক্রবার সন্ধ্যার মস্কোর উত্তর–পশ্চিম প্রান্তে ক্রোকাস সিটি হলে একটি ব্যান্ডের পরিবেশনা শুরু হওয়ার আগমুহূর্তে সেখানে হামলা চালায় বন্দুকধারীরা। ছয় হাজারের বেশি মানুষের উপস্থিতিতে ওই হলে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে হামলাকারীরা। একপর্যায়ে হলটিতে আগুন ধরিয়ে দেয় তারা। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৩৭ জন নিহত এবং ১৮২ জন আহত হয়েছেন।
গত দুই দশকের মধ্যে রাশিয়ার ভেতরে সবচেয়ে প্রাণঘাতী এ হামলার পরদিন শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এ হামলার জন্য দায়ী সবাইকে শাস্তি দেওয়া হবে। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, তাঁদের মধ্যে চারজন ইউক্রেনের দিকে যাচ্ছিলেন।