মোঃ হিমেল মিয়া
মনোহরদী উপজেলা প্রতিনিধি।
মনোহরদীতে বাড়ছে লাগামহীনভাবে অটো রিকশা ও সিএনজির ভাড়া
নরসিংদীর মনোহরদীতে লাগামহীনভাবে বাড়ছে অটু ও সিএনজির গাড়ির ভাড়া।যে যার ইচ্ছে মতো ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে।এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।আগে সাগরদী বাজার থেকে চালাকচর বাজার পর্যন্ত যেতে ভাড়া লাগতো ১০ টাকা এখন সেখানে লাগে ২০ টাকা । কোন কারণ ছাড়াই বাড়ছে ভাড়া। নেই কোন জবাবদিহিতা। অতিরিক্ত ভাড়ার কারণে বেশি সমস্যা পড়তে হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ এ পড়াশোনা করা ছাত্র-ছাত্রীরা । যখন নিত্যপণ্যের দাম বাড়ছে লাগামহীনভাবে ঠিক তার সাথে পাল্লা দিয়ে বাড়িয়েছে বিভিন্ন অটো রিকশা ও সিএনজির ভাড়া।এই সব ভাড়া বাড়ানোর জন্য কোন নিয়ম নীতি তোয়াক্কা না করেই আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। হঠাৎ করে কেন এমন বাড়তি ভাড়া বাড়ানো হয়েছে তা নিয়ে অনেকের মনে কৌতুহল জন্মেছে । নিম্নবিত্ত মানুষের আয়ের তুলনায় ব্যয় বেশি।এতে করে হিমসিম খেতে হচ্ছে নিম্নবিত্ত মানুষের।এইসব বাড়তি ভাড়ার জন্য অনেক মানুষের অনেক কষ্ট করে দিনযাপন করতে হচ্ছে।এই সব অনিয়মের দেখার কেও নেই। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় তাদের এই বাড়তি ভাড়া জন্য অনেক কষ্ট করতে হচ্ছে তাদের।এর প্রতিকার চায় সাধারণ মানুষ। মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের মাধ্যমে অতি দ্রুত যেন এই বাড়তি ভাড়া আদায় করা বন্ধ হয় সেই দাবিতে জানিয়েছেন সাধারণ মানুষ।