গণতন্ত্র রক্ষায় বিএনপি ১৭ বছর লড়ছে: আব্দুল কাদির ভূঁইয়া জুয়ে
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, “বাংলাদেশের প্রতিটি অর্জনের পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি গত ১৭ বছর ধরে নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”
সোমবার (২ জুন) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বারৈচা বাসস্ট্যান্ডে চর উজিলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, “ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেশের জনগণের দাবি। সংস্কারের নামে নির্বাচন নিয়ে তালবাহানা মেনে নেওয়া হবে না। বিএনপি ইতোমধ্যে লিখিতভাবে নির্বাচনী সংস্কারের পক্ষে মতামত দিয়েছে, কিন্তু বিগত ১০ মাসে কোনো দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়েনি।”
তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অপকর্ম করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে এ দেশের মানুষের কথা বলার অধিকার ছিল না। গণতন্ত্র, আইনের শাসন—কোনোটিই কার্যকর ছিল না। বিএনপির নেতাকর্মীরা মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে সক্রিয়ভাবে লড়াই করে গেছেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাব উপজেলা বিএনপির নেতা ও বারৈচা বাজার সমবায় বণিক সমিতির সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজল আহমেদ, নারায়ণপুর বাবেয়া মহাবিদ্যালয়ের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কয়েস মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সোহারাব হোসেন, সদস্য সচিব মোস্তুফা মেম্বার, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মোবারক হোসেন, চর উজিলাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল মিয়া, সদস্য সচিব মোঃ সিরাজ মিয়া, ছাত্রদলের পাপন মিয়া, মিঠুনসহ আরও অনেকে