মনোহরদীতে দুই ব্যবসায়ীকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত।
মো হিমেল মিয়া, মনোহরদী উপজেলা প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের সরবরাহ ও স্বাস্থ্যসম্মতভাবে ইফতার সামগ্রী বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার(৭ মার্চ) বিকালে উপজেলার মনোহরদী বাস স্ট্যান্ড ও বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)মোঃসজিব মিয়া,র নেতৃত্বে ফলের দোকান,মাছের বাজার,মুদির দোকান,পোল্টি মুরগির দোকান,ইফতারির দোকান ও তরকারির দোকানে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দোকানের দৃশ্যমান স্থানে পণ্যমূল্য তালিকা না লটকিয়ে রাখা, সেবা গ্রহীতা /গ্রাহকের জীবন এবং স্বাস্থ্যের হানি হতে পারে এমন অবস্থায় ইফতার সামগ্রী বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শন করাতে একজন ফল বিক্রেতা,একজন ইফতারি ও হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ীকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর”” ৩৮ ও ৪৩ ধারায় সর্বমোট ৫০০০/ টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন,স্যানেটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ।
বাজার মনিটরিংয়ে জানা যায়,খোলা সয়াবিন তেল লিটার প্রতি ১৭৫-১৮০ টাকা,ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা,খেজুর ১৮০-২২০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে ও অন্যান্য কাঁচা বাজারের মূল্য ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক এইচ.এম পারভেজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স,সাংবাদিক ও মনোহরদী বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ