
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এনসিপি প্রার্থী তালিকা তৈরি করছে। চলতি ডিসেম্বরের মধ্যেই ৩০০ আসনে চূড়ান্ত তালিকা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভে উন্নয়ন বরাদ্দ পাওয়া বিভিন্ন মসজিদের মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির জেলা ও উপজেলার নেতাকর্মী ও জাতীয় যুবশক্তির নেতারা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক জোটের বিষয়ে সারজিস আলম বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে অ্যালায়েন্সের সম্ভাবনা উড়িয়ে দেব না। আলোচনা এখনো চলছে। যারা সংস্কারের পক্ষে থাকবে, জুলাইয়ের আকাঙ্ক্ষার পক্ষে থাকবে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম সেন্টিমেন্ট ও সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি যারা ধারণ করতে পারবে তাদের সঙ্গে অ্যালায়েন্সের পথ এখনো খোলা আছে। শিগগিরই এটার আমরা সুন্দর সমাধান দেখতে পাব। মাঝে আমাদের জোট ঘোষণার কথা ছিল। কিন্তু এই জোট ঘোষণার যে রূপরেখা ও বিস্তৃতি আরো বড় হওয়া প্রয়োজন মনে করি। আশা করছি শিগগিরই বড় আকারে জোট প্রকাশিত হবে।