• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট – IPCSBDPress

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন


আপডেটঃ ২:৪৮ অপরাহ্ণ | অক্টোবর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে প্রবাস ফেরত এক ব্যবসায়ীর বাড়িতে চুরি সংঘটিত হয়েছে।শনিবার রাতে লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামে আলম মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।মনোহরদী থানায় লিখিত অভিযোগে আলম মিয়া জানান, তিনি প্রায় ২০ বছর সিঙ্গাপুর প্রবাসে ছিলেন।পরবর্তীতে দেশে এসে রিক্রুটিং এজেন্সীর ব্যবসা শুরু করেন।ব্যবসার সুবাদে তিনি স্বপরিবারে ঢাকায় বসবাস করেন।গত বৃহস্পতিবার বাড়িতে এসে শুক্রবার সন্ধায় নিজ বসত বাড়ি তালাবদ্ধ করে পরিবার নিয়ে ঢাকায় চলে যান।রবিবার সকালে আলমের ভাবি মিনারা বেগম মোবাইল ফোনে বাড়িতে চুরির হওয়ার ঘটনা জানায়।

তাৎক্ষণিকভাবে তিনি বাড়িতে ফিরে গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করেন তিনি জানান, তারা ঘরের তিনটি কক্ষের দরজা, জানালা, আলমারি, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে ঘরে থাকা বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল এবং আলমিরার ড্রয়ারে রাখা ২৪/২৫ ভরি ওজনের স্বর্ণালংকার এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার থেকে রবিবার রাতের মধ্যে যেকোন সময়ে অজ্ঞাত চোরেরা বাড়ির গেটের তালা ভেঙে মালামাল চুরি করে নিয়ে যায়।খবর পেয়ে রবিবার সকালে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল আকন্দ বলেন, চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।বিস্তারিত তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts