মনোহরদী (নরসিংদী), ১১ জুন:
নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিলের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা ও অপহরণের চেষ্টা চালানো হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হাররদিয়া গ্রামের মাদকাসক্ত আঃ জব্বারের নেতৃত্বে ৬-৭ জন দুর্বৃত্ত এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কাজী শাকিল মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নিহত হাফেজ আবুল কালামের স্ত্রীর কাছে আমেরিকা প্রবাসী বোনের পাঠানো টাকা পৌঁছে দিতে গেলে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। তারা তাকে রক্তাক্ত জখম করে জোরপূর্বক একটি গাড়িতে তুলে অপহরণ ও গুমের চেষ্টা করে। তবে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
হামলার সময় তারা নিহত হাফেজ আবুল কালামের ইয়াতিম শিশুদের জন্য প্রবাস থেকে পাঠানো টাকাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আঃ জব্বার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদকাসক্ত। তার বিরুদ্ধে আগেও একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সে নিজেকে একটি সংগঠনের সমন্বয়ক দাবি করে দীর্ঘদিন ধরে এলাকায় অপকর্ম চালিয়ে আসছে। তবে তার বিরুদ্ধে মনোহরদী থানা পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এই ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী সাংবাদিক কাজী শরীফুল ইসলাম শাকিল সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার দাবি করেছেন।