আজ বৃহস্পতিবার ৪ ই মার্চ নরসিংদী জেলার মনোহরদী থানার খিদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বীর আহম্মদ পুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট হোমিও চিকিৎসক জনাব ডা এম এইচ কবির পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের সাধারণ মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন। বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১০০০মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন।তার এই কার্যক্রম প্রতিবছরই চলমান রয়েছে। ঈদের উপহার সামগ্রী পেয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মানুষগুলো অনেক খুশি।ডা এম এইচ কবির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য অনেক ভাবে প্রশংসিত হয়েছে। তিনি সব সময়ই মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।যাতে সব সময় মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।