নরসিংদী রায়পুরায় মোটরসাইকেল এক্সিডেন্ট একজন আহত।
Reporter Name
/ ৭০৮
Time View
Update :
সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
Share
নরসিংদীর রায়পুরায় ইফতার করতে বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহিম খান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সকালে আমীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাফন করা হয়। গত মঙ্গলবার ইফতারের ১৫ মিনিট আগে হাসনাবাদ বাজারের করিমগঞ্জ অটোস্ট্যান্ড মাংস পট্টি সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের চাচা আবদুল হাকিম খান জানান, ফাহিম বড় ভাই মিষ্টি ব্যবসায়ী আওলাদ হোসেনের ছোট ছেলে। বাবার মিষ্টির দোকান থেকে মোটরসাইকেলযোগে ইফতার করতে বাড়িতে ফিরছিল। মোটরসাইকেলের ব্রেক সিøপ কেটে রাস্তায় পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা বিভাটেক অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।