তারেক রহমানের নির্দেশে মনোহরদীর গোতাশীয়ায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ রক্ষা ও সবুজ দেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে, তারই অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশীয়া ইউনিয়নে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।
শুক্রবার, ২৭ জুন ২০২৫ তারিখে গোতাশীয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব আব্দুল কাদির ভুইয়া জুয়েল। তিনি বলেন, “দেশপ্রেম মানেই শুধু রাজনীতি নয়—পরিবেশের প্রতি দায়িত্বশীলতাও তারই অংশ। গাছ লাগিয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন এবং বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
কর্মসূচিকে কেন্দ্র করে গোটা এলাকায় এক পরিবেশবান্ধব ও প্রাণবন্ত আবহ তৈরি হয়। নেতাকর্মীরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।