কুমিল্লার সদর দক্ষিণ ঢাকা-চট্রগ্রাম মহাসরকে ৩০ কেজি গাজা সহ গ্রেফতার ০১ জন
Reporter Name
/ ১৪
Time View
Update :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন
Share
কুমিল্লার সদর দক্ষিণ ঢাকা-চট্রগ্রাম মহাসরকে ৩০ কেজি গাজা সহ গ্রেফতার ০১ জ।
আনোয়ার আহমেদ, কুমিল্লা প্রতিনিধি।
গত ২৭/১০/২০২৪ তারিখ রোববার দিবাগতরাত আনুমানিক সারে নয়টা সময় সদর দক্ষিণ মডেল থানা, কুমিল্লায় কর্মরত এসআই মোঃ সামসুদ্দোহা ও এসআই মোঃ ইমাম উদ্দিনের নেত্রিত্তে ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর এডভান্সড সিএনজি পাম্পের বিপরীত পাশ হতে একটি প্রাইভেট কার যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-গ-১৫-৭১৫৭ তল্লাশী করে ৩০ কেজি গাঁজাসহ মোঃসামসুদ্দীন পিতা-শফিকুল হাওলাদারকে গ্রেফতার করা হয় ।
উক্ত ঘটনার প্রেক্ষিতে সদর দক্ষিণ মডেল থানায় মামলা রজু করা হয়, মামলা নং-৩৩-তারিখ-২৮/১০/২০২৪,
ধারা- ২০১৮, ৩৬ (১) এর সারণি ১৯(গ)/৩৮/৪১ নং (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন)।