• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
রাজশাহীতে এনসিপি নেতা সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা – IPCSBDPress আমাদের শিক্ষাখাতে প্রকৃতভাবে গুরুত্ব দিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়া কোনো দলের নয়, দেশের সমগ্র মানুষের নেত্রী: তাহের নেইমারের জায়গা অনিশ্চিত, ফর্মেই নির্ভর করছে বিশ্বকাপ স্কোয়াড—আনচেলত্তি – IPCSBDPress সোনার বাংলাদেশ দেখা শেষ, এবার কুরআনের বাংলাদেশ দেখতে চাই ইমন বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা – IPCSBDPress জাতীয় নির্বাচনের আগে গণভোট সময়ের দাবি: আব্দুল হালিম শরণার্থী-আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ হ্রাস করেছে ট্রাম্প প্রশাসন বেলপুকুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার – IPCSBDPress আটপাড়ায় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক সাইফুর রহমান – IPCSBDPress

হাবিপ্রবি উপাচার্যের ঘুষ কেলেঙ্কারির কল রেকর্ড ফাঁস ! মানহানির মামলা দায়ের বিশ্ববিদ্যালয় প্রশাসনের – IPCSBDPress

Reporter Name / ৫১ Time View
Update : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন


আপডেটঃ ১২:৩১ অপরাহ্ণ | অক্টোবর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:-দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এখন এক বড়সড় বিতর্কের কেন্দ্রে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যার বিরুদ্ধে ‘ঘুষ’ লেনদেনের অভিযোগ এনে একটি কল রেকর্ড প্রকাশ করা নিয়ে মানহানির মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।তবে এই চাঞ্চল্যকর পরিস্থিতিতে আগেই মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অধ্যাপক ড. মো. আবু হাসান) বাদী হয়ে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন।মামলার প্রধান সাক্ষী করা হয়েছে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যাকে নিজেই।মামলায় অভিযুক্ত করা হয়েছে দু’জনকে: ১.বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলাম।২. ঢাকাস্থ হাবিপ্রবি’র গেস্ট হাউজের রিনোভেশন কাজের ঠিকাদার অনুকূল রায়।

অভিযোগে বলা হয়েছে, এই অভিযুক্তরা “মিথ্যা ও মানহানিকর” তথ্য ছড়িয়ে হাবিপ্রবি’র ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন এবং এটি বাংলাদেশ দণ্ডবিধির ৫০০/৫০৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।মামলার এজাহার অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর সকাল ১১টা ১৮ মিনিটে উপাচার্যের একান্ত সচিব মো. মহিউদ্দিন আহমেদের হোয়াটসঅ্যাপে ৩টি ভয়েস বার্তা আসে।

এই বার্তা গুলিতেই উপাচার্যকে উদ্দেশ করে বিস্ফোরক মন্তব্য করা হয়, আমি দুদকে সারেন্ডার করব, ভিসি ফাঁসবে, আমি ৩ লাখ ৮০ হাজার টাকা ঘুষে দিয়েছি।”কথোপকথনে “আমরাও আছি” বলে হাসাহাসির কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা এই রেকর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেন, যার ফলস্বরূপ ১৭ ও ১৮ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে “হাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে হাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে মানহানিকর ভয়েস ম্যাসেজ শিরোনামে খবর প্রকাশিত হয়।তবে এই মানহানির মামলার আগেই বিষয়টি গড়ায় দুদকের সদর দপ্তর পর্যন্ত।

ঘুষ গ্রহণের অডিও প্রকাশের বিষয়টি আমলে নিয়ে গত সপ্তাহে দিনাজপুর দুদক কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম হাবিপ্রবি ক্যাম্পাসে অভিযান পরিচালনা করেছে।দিনাজপুর দুদক কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আতাউর রহমান নিশ্চিত করেছেন, তাদের দল প্রকাশিত অডিওসহ অন্যান্য আলামত জব্দ করেছে। বর্তমানে দুদকের অনুসন্ধান জোর কদমে চলমান রয়েছে।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts