• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
যে কারণে এতদিন ঘোষণা হয়নি রুবাবা দৌলার নাম! জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরে প্রশ্নের ঝড় – IPCSBDPress দুর্নীতি আছে, দখল–চাঁদাবাজিও চলছে: টিআইবি বাবরি মসজিদ নির্মাণ ঘিরে লাখো মানুষের জমায়েত ভারতের পশ্চিমবঙ্গে – IPCSBDPress এখন থেকে ৭ দিনেই জেলা প্রশাসক ও পুলিশের মাধ্যমে হবে বেদখল জমি উদ্ধার গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে হাসিনার ফ্যাসিস্ট সরকার: সালাহউদ্দিন রাজশাহী সীমান্তে ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক – IPCSBDPress ছবি এডিটিং সফটওয়্যার ডাউনলোড | BestEarnIdea.com রাজশাহীতে এনসিপি নেতা সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা – IPCSBDPress আমাদের শিক্ষাখাতে প্রকৃতভাবে গুরুত্ব দিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

হিমাগারে আটক রেখে দুই নারীকে নির্যাতন !! আটক-৩ – IPCSBDPress

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন


আপডেটঃ ১:৫৯ অপরাহ্ণ | অক্টোবর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে এক তরুণ, নারী ও কিশোরীকে অমানবিক নির্যাতন করা হয়েছে।মঙ্গলবার সকালে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় সরকার কোল্ড স্টোরেজের অফিসকক্ষে আটকে রেখে তাদের নির্যাতন করা হয়।এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা অফিস কক্ষটিতে ভাঙচুর চালিয়েছেন।

এলাকাবাসী মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকো (৪৫), মেয়ে আখি (৩৫) ও হাবিবাকে (৪০) অফিসকক্ষে অবরুদ্ধ করে রাখেন।পরে সেনাবাহিনীর সহায়তায় এয়ারপোর্ট থানা-পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।এর আগে পুলিশ আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

ভুক্তভোগীদের বাড়ি পবা উপজেলার কুঠিপাড়া গ্রামে।নির্যাতনের শিকার তরুণ (২৭) রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।ওই কিশোরী (১৩) ও নারী (৩০) তার খালাতো বোন।তাদের নির্যাতনের ঘটনায় ওই তরুণের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।এজাহারে বলা হয়েছে, অফিসকক্ষে ডেকে নিয়ে তিনজনকে লাঠি, বাঁশ, হাতুড়ি দিয়ে পেটানো হয়।

একপর্যায়ে শরীরে সেফটি পিন ফুটিয়ে নির্যাতন করা হয়।দুপুরে হিমাগারে বসে থাকার সময় নির্যাতনের শিকার ওই নারীর কোলে শিশুসন্তান দেখা যায়।তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন।তার কান দিয়ে রক্ত বের হচ্ছিল।আহত মেডিকেল শিক্ষার্থীর দুই হাতে জখম দেখা যায়।পিঠে আঘাতের চিহ্ন দেখা যায়।আর ওই কিশোরীর ঠোঁটে রক্ত দেখা যায়।

ওই নারী জানান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সঙ্গে তাদের পরিবারের সুসম্পর্ক ছিল।এ বিষয়টি তার ছেলে-মেয়েরা ভালোভাবে নিতেন না।তাদের সন্দেহ, মোহাম্মদ আলীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক রয়েছে।মঙ্গলবার সকালে তাকে ফোন করে হিমাগারে ডাকা হয়।তখন তিনি তার খালাতো ভাই ও ছোট বোনকে নিয়ে আসেন।

এখানে আসার পর মোহাম্মদ আলীর ছেলে ও মেয়েরা তাদের ধাক্কা দিতে দিতে অফিস কক্ষের ভেতরে নিয়ে যান।এরপর কর্মচারীদের সহায়তায় তাদের নির্যাতন করা হয়।নির্যাতনের সময় দরজা বন্ধ করে রাখা হয়েছিল।তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল।পরে স্থানীয় লোকজন চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যান।তারা অফিসের দরজা খুলতে বললেও খোলা হচ্ছিল না।

একপর্যায়ে দরজা খোলা হয়।পরে পুলিশ এলে তাদের মোবাইল গুলো ফেরত দিতে দেখা যায়।নির্যাতনের শিকার ওই কিশোরী জানায়, মোহাম্মদ আলী সরকারের দুই মেয়ে তারা দুই বোনের সারাশরীরে সেফটি পিন দিয়ে ফুটিয়ে নির্যাতন করেছেন।এদিকে বেলা ১১টা থেকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হিমাগারের ভেতর মোহাম্মদ আলী সরকারের ছেলে-মেয়েদের অবরুদ্ধ করে রাখেন।

তারা তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার দাবি জানাতে থাকেন।তবে বের করলেই হামলার শঙ্কায় পুলিশ তাদের নিয়ে যাচ্ছিল না।এতে ক্ষুব্ধ হয়ে দুপুর ২টার দিকে স্থানীয়রা অফিসকক্ষের সিসি ক্যামেরা ও কাঁচের জানালা গুলো ভেঙে ফেলেন।পরে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়।তারা আসার পর তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে।তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

IPCS News : Dhaka : ‎।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts