• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
রাজশাহীতে এনসিপি নেতা সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা – IPCSBDPress আমাদের শিক্ষাখাতে প্রকৃতভাবে গুরুত্ব দিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়া কোনো দলের নয়, দেশের সমগ্র মানুষের নেত্রী: তাহের নেইমারের জায়গা অনিশ্চিত, ফর্মেই নির্ভর করছে বিশ্বকাপ স্কোয়াড—আনচেলত্তি – IPCSBDPress সোনার বাংলাদেশ দেখা শেষ, এবার কুরআনের বাংলাদেশ দেখতে চাই ইমন বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা – IPCSBDPress জাতীয় নির্বাচনের আগে গণভোট সময়ের দাবি: আব্দুল হালিম শরণার্থী-আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ হ্রাস করেছে ট্রাম্প প্রশাসন বেলপুকুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার – IPCSBDPress আটপাড়ায় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক সাইফুর রহমান – IPCSBDPress

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন অবসানে দু’পক্ষের সমঝোতা, সিনেটে বিল পাস

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন


যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটাতে চুক্তিতে পৌঁছেছেন সিনেটররা। সিনেটে এমন একটি চুক্তি হয়েছে যা ৪০দিন ব্যাপী দীর্ঘ শাটডাউনের অবসান ঘটাতে পারবে। তবে এই চুক্তি কার্যকর হওয়ার আগে প্রতিনিধি পরিষদের অনুমোদন প্রয়োজন হবে। এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষেও হয়নি কোনো অগ্রগতি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে সমঝোতা বৈঠকও অনুষ্ঠিত হয়। এরপরই সিদ্ধান্ত হয় ভোটের। এই চুক্তি যুক্তরাষ্ট্রজুড়ে সরকারী সেবাগুলো সম্পূর্ণভাবে পুনরায় চালু হওয়ার পথ খুলে দিতে পারে। তবে ভোট প্রদানের মাধ্যমে শাটডাউনের অচল অবস্থা কাটার ইঙ্গিত মিললেও এ নিয়ে এখনো বেশি কিছু বাঁধা রয়ে গেছে। কেননা এই চুক্তি পুরোপুরি কার্যকর হতে কতদিন সময় লাগবে এবং এ চুক্তি টেকসই হবে কী-না – তা এখনো স্পষ্ট নয়।

  • চুক্তিতে কী আছে? নেতৃত্বে কারা?

গত ৪০ দিন ধরে চলছে এই অচলাবস্থা। যার ফলে ফেডারেল কর্মীরা বেতন পাচ্ছেন না, ফ্লাইট বাতিল করছে বিমান সংস্থাগুলো এবং খাদ্য সহায়তা পেতেও দেরি হচ্ছে লাখ লাখ আমেরিকানদের। সবশেষ সিনেটে অধিবেশন শুরু থেকেই জটিল হয়ে ওঠে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ডেমোক্র্যাটদের দাবি ছিল, মেয়াদোত্তীর্ণ স্বাস্থ্যবীমায় ভর্তুকির মেয়াদ এক বছর বাড়ানো। রোববার সিনেটে চুক্তির পর সেই চুক্তিতে কী আছে সেটি নিয়েও নানা আলোচনা হচ্ছে।

একটি সূত্রের বরাত দিয়ে বিবিসির মার্কিন সংবাদ অংশীদার সিবিএস জানিয়েছে, এই চুক্তির আওতায় শাটডাউনের সময় যে সব কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন অর্থায়নের মেয়াদও জানুয়ারি পর্যন্ত বাড়ানোর কথা রয়েছে চুক্তিতে।

চুক্তিতে ডেমোক্র্যাটদের দাবিকৃত স্বাস্থ্যবীমা, ট্যাক্স ক্রেডিট বিষয়েও ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। চুক্তিতে বলা হয়েছে, এই ভোট ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ নাগাদ অনুষ্ঠিত হবে। অন্য একটি সূত্রে বরাত দিয়ে সিবিএস জানিয়েছে, মেইনের সিনেটর অ্যাঙ্গাস কিং এবং নিউ হ্যাম্পশায়ারের সিনেটর জীন সাহিন ও মেগি হাসান এই চুক্তির নেতৃত্ব দিচ্ছেন। তারা সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুন এবং হোয়াইট হাউসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এই চুক্তিতে পৌঁছেছেন।

  • অনুমোদন হলে কি সংকট কাটবে?

ওয়াশিংটনের স্থানীয় সময় রাত আটটা থেকে প্রথম আনুষ্ঠানিক প্রক্রিয়াগত ভোট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটি সময়মতো শুরু হয়নি। চুক্তিটি সিনেটে অনুমোদিত হলেই যে চলমান শাটডাউন বা অবল অবস্থা কাটবে তা কিন্তু নয়। কারণ এটি হবে কেবল প্রথম ধাপ। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে পাস করার সময়সূচী এবং এ নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। কারণ এই চুক্তি নিয়ে যারা বিরোধিতা করছে তারা চাইলেই এই প্রক্রিয়াটির গতি ধীর করতে পারেন। এরপর সেটি শেষ হলে অনুমোদিত চুক্তি পুনরায় প্রতিনিধি পরিষদে ফিরে যাবে আরেক দফা ভোটের জন্য।

শাটডাউন কাটাতে মানে সরকারি কার্যক্রম পুনরায় চালু করতে মোট ভোটের প্রয়োজন ৬০টি। জানা গেছে, তারা সেই সংখ্যা পূরণের মতো সমর্থন পেয়েছে। শেষ খবর পর্যন্ত সিনেটররা ৫৩-৪৭ ভোটে এগিয়ে ছিল। এর কারণ হলো, অন্তত সাতজন ডেমোক্র্যাট রিপাবলিকানদের এই প্রস্তাবিত চুক্তিকে সমর্থন করছেন। তবে এ চুক্তির বিপক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছেন  কিছু রিপাবলিকান সিনেটর। তাদেরই একজন চাক শুমার। তিনি নিশ্চিত করেছেন যে, তার কিছু সহকর্মী রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠদের সঙ্গে যে চুক্তিতে সম্মত হয়েছেন, তিনি সেই চুক্তির পক্ষে নন। কারণ, যুক্তরাষ্ট্র বর্তমানে রিপাবলিকানদের তৈরি স্বাস্থ্যসেবা সংকটের মধ্যে আছে।

ডেমোক্র্যাটরা বারবার এই সংকট শেষ করার জন্য লড়াই করেছে। এজন্য রিপাবলিকানদের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হলেও কিন্তু তারা এর পক্ষে ছিল না।

  • শাটডাউন কাটাতে ভোট কেন গুরুত্বপূর্ণ

গত ১ অক্টোবর ছিল ফেডারেল সরকারের তহবিল বরাদ্দের শেষ দিন। ওইদিন অর্থবিলে রিপাবলিকান ও ডেমোক্রাটরা অর্থবিল পাস করার বিষয় একমত হতে না পারায় তৈরি হয় সংকট। এরপর শুরু হয় যুক্তরাষ্ট্রে সরকারী সেবা সাময়িকভাবে স্থগিত থাকে। এমনিতেই যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারী বেতনবিহীন ছুটিতে আছেন বা বেতন ছাড়া কাজ করছেন। এর আগে রোববার প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের এই সরকারি শাটডাউন শীঘ্রই শেষ হবে। এ নিয়ে আমরা খুব শিগগিরই বিস্তারিত জানাবো।

সরকারি শাটডাউন নিয়ে চলা এই দ্বন্দ্বে ডেমোক্র্যাটদের প্রধান দাবি ছিল লাখ লাখ আমেরিকান নাগরিকের স্বাস্থ্যসেবা সুবিধার মেয়াদ বৃদ্ধি নিশ্চিত করা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts