• শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন |
  • English Version

মনোহরদীতে, ফুটবল খেলার দ্বন্দ্বে ছুরিকাঘাতে কিশোর রিয়াদ নিহত।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ১৬৪ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

মনোহরদীতে, ফুটবল খেলার দ্বন্দ্বে ছুরিকাঘাতে কিশোর রিয়াদ নিহত।

মোঃ হিমেল মিয়া। মনোহরদী নরসিংদী।

নরসিংদী মনোহরদী তে খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামে ফুটবল খেলার দ্বন্দ্বে ছুরিকাঘাতে, রিয়াদ(১৬)নামে এক কিশোর খুন হয়েছে। বুধবার ১৪ ই আগষ্ট বিকেল আনুমানিক ৫ টার দিকে মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিয়াদ পশ্চিম মনতলা গ্রামের খোকন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। প্রাথমিক সুত্রে জানাযায় যে মঙ্গলবার ( ১৩ ই আগষ্ট ২০২৫ ইং) রামপুর বাজার খেলার মাঠে ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়, পরে পূর্বরামপুর ঈদগা মাঠে এক দফা মারামারির ঘটনা ঘটে, তারই ধারাবাহিকতায়, বুধবার বিকালে মনতলা মাদ্রাসার সামনে রিয়াদ কে পেয়ে, রামপুর পাঠান বাড়ির মঞ্জিল পাঠানের ছেলে, তাইফ ( ১৮) ও আরো ৪/ ৫ জন অতর্কিত হামলা চালায় রিয়াদের উপরে, এক পর্যায়ে দাঁড়ালো ছুরি দিয়ে আঘাত করলে রিয়াদ গুরুতর আহত হয় তার আত্ম চিৎকারে স্থানীয় এলাকা বাসি ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে, মৃত ঘোষনা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উক্ত ঘটনা তদন্তে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিকুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স সহ সুষ্ঠু তদন্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল জব্বার ছুরিকাঘাতে এক কিশোর নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts