মনোহরদীতে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠি
মো হিমেল মিয়া।
উপজেলা প্রতিনিধি মনোহরদী
নরসিংদীর মনোহরদীতে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ ফেব্রুয়ারী)মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পবিত্র রমজান উপলক্ষ্যে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল-জিহান এর সভাপতিত্বে বাজার মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে আলোকপাত করা হয়। সবশেষে উপজেলা নির্বাহী অফিসার পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে নজরদারী রাখার নির্দেশনা প্রদান করেন।
এ সময় মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল জাব্বার,জামায়াতে ইসলামী বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারি মাও.মো.জাহাঙ্গীর আলম,মনোহরদী উপজেলা বিএনপি,র সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ,অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ,বাজার মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক,বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি,সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন