• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি, জানালেন নজরুল ইসলাম খান রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬ ইরানে ‘আলো আসবেই’: রেজা পাহলভির মা ‘১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ কোন দল কত আসন পেলো আইসিসি ‘না’ বলেনি, শ্রীলঙ্কায় খেলার সম্ভাবনা এখনো আছে বাংলাদেশের দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত পোশাক শিল্পের টেকসই রূপান্তরে বিজিএমইএ-অ্যাকশনএইড সমঝোতা পোস্টাল ব্যালটে অনিয়ম নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে: সালাহউদ্দিন মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র পোষা প্রাণী থেকে হতে পারে মারাত্মক রোগ, জানুন সমাধান

মনোহরদীতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত।

মোঃ হিমেল মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ১৩০৬ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
filter: 109; fileterIntensity: 0.8; filterMask: 0; module: video; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 0; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 198.15912; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 46;

আজ শনিবার ১৩ ই এপ্রিল ঐতিহ্যবাহী এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন মধ্য ডোমনমারা স্পোর্টিং ফুটবল একাদশ বনাম পরিয়াব ফুটবল একাদশ বারিষাব কাপাসিয়া। অধ্যাপক ডাঃ মানস রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী ও বেলাবো থেকে বার বার নির্বাচিত মাটি ও গণমানুষের নেতা সফল শিল্প মন্ত্রী জনাব এড: নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । মাননীয় মন্ত্রী খেলার মাঠ পরিদর্শন করেন এবং মাঠ রক্ষার জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।আর ও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বাবু পিয়াশীষ রায় মনোহরদী উপজেলা আইন বিষয় সম্পাদক জনাব এডভোকেট আলমগীর মনোহরদী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কাসেম ভৃইয়া রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ইনচার্জ জনাব ইউসুফ আলী, খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ কাউছার রশিদ বিপ্লব, খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা জনাব রমিজউদ্দিন মাষ্টার, খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন বাবুল খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগ এর বর্তমান সভাপতি জনাব সুহেল রানা, খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মাহাবুবুর রহমান জামিল ,খিদীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জনাব মোছলেহ উদ্দীন প্রধান।
খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগ সাবেক দুই সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক সরকার ও সাজ্জাদুল ইসলাম সাদ্দাম,এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় কৃতি ছাত্র ডা এম এইচ কবির, এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব আতিকুল্লাহ, যুবলীগ নেতা জনাব রাসেল আহমেদ, জনাব তোফাজ্জল হোসেন, জনাব প্রতিক মোল্লা জনাব আব্দুল লতিফ মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন প্রধান জনাব মোঃ হিমেল ও মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অনেক নেতৃবৃন্দ। উক্ত খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক মানের রেফারি ভারত চন্দ্র গৌড় । সহকারী রেফারির দায়িত্ব পালন করেন জনাব তৌহিদুল ইসলাম তৌহিদ,ও কামাল উদ্দিন মাষ্টার। উক্ত খেলায় মধ্য ডোমনমারা স্পোর্টিং ক্লাব ৩_২ গোলে পারাজিত করেন পরিয়াব ফুটবল একাদশ কে। খেলার ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরাফাত মিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Most Viewed Posts