• শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন |
  • English Version

জুলাই সনদ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ

Reporter Name / ৮৬ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন


নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ‘জুলাইযোদ্ধারা’। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অবরোধে অংশ নিয়ে সড়কে অবস্থান নেন তারা।

বিক্ষোভকারীরা ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘২৪-এর চেতনা বৃথা হতে দেবো না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এমন অনেক স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের জুলাই সনদ দিতেই হবে। এটি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। নাহলে আমরা জীবন দেবো, কিন্তু রাজপথ ছাড়বো না। আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই। আমরা এর আগেও বারবার এখানে দাঁড়িয়েছি। কিন্তু সরকার শুধু আশ্বাস দিয়েছে, কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এবার আর পেছনে ফেরার পথ নেই।’

বিক্ষোভের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে শাহবাগে এলাকায় যান চলাচল। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts