• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন |
  • English Version

চাঁদাবাজি ও দখলবাজি করলে বিএনপির সদস্য হতে পারবে না: রুহুল কবির রিজভী

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন


বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা সমাজে চাঁদাবাজি করে, মানুষের মধ্যে আতংক তৈরি করে, দখলবাজি করে তারা বিএনপির সদস্য হতে পারবে না। তাদের জন্য বিএনপির দরজা বন্ধ। সমাজের সকল শ্রেণীর ভালো মানুষ বিএনপির সদস্য হতে পারবে। এই বিষয় গুলো বিবেচনায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। অপরাধী খুব বেশি থাকে না শতকরা একজন দুইজন থাকে । কিন্তু এই দুই- একজনই সমাজকে কলঙ্কিত করে।

তিনি আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে আয়োজিত বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রিজভী বলেন, আমাদেরকে অনেক চক্রান্তের মধ্য দিয়ে হাটতে হচ্ছে। আগামী নির্বাচনে রাজপথ ফুল বিছানো হবে না, অনেক কাটা-কন্টক পথ অতিক্রম করতে হবে। যে নির্বাচন নিশ্চিত করতে বেগম জিয়া জেল খেটেছেন, চিকিৎসা বঞ্চিত হয়েছেন। শেখ হাসিনা দেশের গণতন্ত্রধ্বংস করেছে । মানুষের কথা বলার স্বাধীনতা, রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ করার স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল। এই ভায়াবহ পরিস্থিতি থেকে মুক্ত করার জন্য বেগম খালেদা জিয়া লড়াই করেছেন দীর্ঘদিন। তারপরেও তাকে বংলাদেশ থেকে সরাতে পারেনি এবং আত্মসমর্পন করাতে পারেনি। এই পরিস্থিতির মধ্যে দলের হাল ধরেছিলেন তারেক রহমান।

রিজভী বলেন, শহিদ জিয়া যে বহুদলীয় গনতন্ত্র প্রবর্তন করেছিলেন সেই পতাকা বেগম জিয়া ধারন করেছেন পরে তা তারেক রহমান ধারন করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গিয়ে আস্রয় নিয়েছেন অন্য একটি দেশে। কিন্তু সেখানে থেকেও বিভিন্ন অডিও ভিডিওর মাধ্যমে বাংলাদেশে হানাহানি অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। একটি অবাদ সুষ্ঠু নির্বাচন যেনো না হয় তার জন্য তিনি নানা ধরনের নির্দেশ দিচ্ছেন।

তিনি আরও বলেন, এরই মধ্যেই একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। তাদের এক নেতা বলেছেন যার নাম ডা. তাহের। তিনি বলেছেন। আগামী নির্বাচন নাও হতে পারে। আগামী নির্বাচন না হতে পারে কেনো? তাহের সাহেব আমি যানতে চাই, এটা কিসের আলামত, কিসের ইঙ্গিত, কোথা থেকে আপনাদের দাবি আসছে? বার্তা আসছে? এইটা জনগন জানতে চায়। মানুষ ১৬ বছর নির্বাচন করতে পারেনি, ভোট দিতে পারেনি। ভোট কেন্দ্র ছিলো আওয়ামীলীগের গুন্ডাদের দখলে। ভোট কেন্দ্রে গরু, বাছুর, ছাগল,কুকুর ছাড়া কেউ যায়নি। আজকে এই পরিবর্তীত পরিস্থিতিতে মানুষ একটি অবাদ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। আর আপনারা বলছেন নির্বাচন নাও হতে পারে!

বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল প্রমুখ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts