• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন |
  • English Version

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জাতীয় পার্টির বিচার করা: এনসিপি আহ্বায়ক – IPCSBDPress

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন


আপডেটঃ ১২:৫৬ অপরাহ্ণ | অক্টোবর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টি এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার ভূমিকা পালন করছে এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “জাতীয় পার্টি এখন প্রকাশ্যে বলছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়। এই বক্তব্যের মাধ্যমে তারা প্রমাণ করেছে, তারা আওয়ামী লীগের সহযোগী দল হিসেবে কাজ করছে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগের গুম, খুন ও দমননীতিকে তারা বৈধতা দিয়েছে। তাই এই দলের বিচার হওয়া উচিত, এবং তা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।”তিনি আরও বলেন, “আমরা আশঙ্কা করছি, আওয়ামী লীগ আসন্ন নির্বাচনী প্রক্রিয়াকে ভণ্ডুল করার চেষ্টা করবে। তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি স্বার্থগোষ্ঠীও এতে ভূমিকা রাখতে পারে। তবে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে আমরা ঐক্যবদ্ধ এবং প্রয়োজন হলে সব ধরনের রাজনৈতিক ছাড় দিতে প্রস্তুত আছি।”

নাহিদের মতে, “আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হলেও তাদের ফ্যাসিবাদী কাঠামো এখনো টিকে আছে। তাদের সুবিধাভোগী শ্রেণি ও দমননীতির রাজনীতি এখনও নানা রূপে বিদ্যমান। এমনকি দলটির সন্ত্রাসীরা জামিনে বের হয়ে দেশের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক হান্নান মাসউদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ নেহাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং রাজশাহী মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts