মো হিমেল মিয়া।
মনোহরদী, নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদী থানার বিভিন্ন গ্রামে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে মাংস সমিতি নামে সামাজিক সংগঠন। মনোহরদী উপজেলার খিদিরপুর, লেবুতলা চালাকচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলে তৈরি করেছে মাংস সমিতি। গ্রামের অধিকাংশ মানুষ মন্তবিত্ত ও নিম্নবিত্ত। কোন মত তাদের সংসার চলে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরে তাদের মাংস কয় করতে হয়। যা সবার পক্ষে ক্রয় করা সম্ভব না। কারণ বর্তমানে গরুর মাংসের দাম অনেক বেশি। তাদের পক্ষে গরুর মাংস ক্রয় করা সম্ভব হয় না। তাই তারা কিছু মানুষ একত্রিত হয়ে প্রতি সপ্তাহে কিছু টাকা একজনের কাছে জমা রাখে।এই সমিতি মেয়াদ থাকে এক বছর। এক বছর পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের জমাকৃত টাকা দিয়ে গরু ক্রয় করে । তারপর গরু জবাই করে সকল সদস্য সমপরিমাণ মাংস বন্টন করে নেয়।এ সমিতি করার অন্যতম সুবিধা হল একসাথে অনেক টাকা খরচ হয় না। তারা অল্প অল্প টাকা সঞ্চয় করে। ফলে তাদের আর্থিক কোন সমস্যা দেখা দেয় না। এ সমিতি করে গ্রামের সাধারণ মানুষ অনেক খুশি।মাংস সমিতির একজন সদস্য বলেন আমরা গরীব মানুষ। আমরা একসাথে এত টাকা খরচ করে মাংস কিনা সম্ভব না। তাই আমরা অল্প টাকা সঞ্চয় করে মাংস সমিতি নামের একটা সংগঠন করেছি।এ সংগঠনে টাকা দিয়ে আমরা গরু কিনে জবাই করে মাংস খাই।।