মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বীর আহম্মদপুর গ্রামে গতকাল রাতে আনুমানিক রাত ৩টার দিকে আব্দুর রহমান এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল এক বাড়িতে হানা দেয় এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে।
ডাকাতরা বাড়ি থেকে নগদ ১ লক্ষ টাকা, দুটি মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মূল্যবান কাপড়চোপড় লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আব্দুল রহমান এর পিতা ফজলুল হক একজন( ৫০ )আহত হয়েছেন। আহত ব্যক্তিকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বলেন প্রতিদিনই ঘটছে নানা ধরনের চুরির ছিনতাই ও দুর্ধর্ষ ডাকাতি। পবিত্র ঈদুল আযহার কে কেন্দ্র করে এমন ডাকাতির ঘঠনা ঘঠতে পারে বলে অনেকে ধারণা করতেছে।