মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত।
মোঃ হিমেল মিয়া।
মনোহরদী উপজেলা প্রতিনিধি।
নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ইউনিয়নে বীর আহম্মদ পুর গ্রামের মধ্যে গত বুধবার ৩১/৬/২০২৪ তারিখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে।এই সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোঃ জিয়া উদ্দিন। তিনি মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় করেন।এই সময় তিনি মাছ চাষের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।
পতিত পুকুরে যেন মাছ চাষ করা হয় এই বিষয়ে তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। আর কেও যদি পতিত পুকুরে মাছ চাষ না করে তার জন্য মৎস্য আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।কারণ পুকুরের মধ্যে যদি মাছ চাষ না করা হয় তখন বিভিন্ন পোকামাকড় ও মশার বংশবিস্তার করে ।
এতে করে আমাদের পরিবেশের অনেক ক্ষতি করে।তিনি আরও বলেন দেশের মধ্যে বর্তমানে কারেন্ট জাল এর ব্যবহার ও ম্যাজিক জালের ব্যবহার অনেক বেড়ে গেছে।এতে করে মাছের বংশবিস্তার অনেক কমে গেছে।এইসব জিনিস ব্যবহার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।আর কেও যদি এই সব ব্যবহার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর আহম্মদ পুর গ্রামের মৎস্য চাষীগন। অনুষ্ঠানটিতে সার্বিক ভাবে সহযোগিতা করেন খিদিরপুর ইউনিয়ন পরিষদের সন্মাননিত সদস্য জনাব মোঃ রাকিবুল ইসলাম রাকিব।
জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান ছিল ভরবো মাছে মোদের দেশ ,
গড়বো স্মার্ট বাংলাদেশ ।অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ,মনোহরদী, নরসিংদী ।