জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান
মো হিমেল।
মনোহরদী নরসিংদী।
অদ্য ২৬ মে ২০২৫ ইং, বেলা ১২:৪০ মিনিটে, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুর রহমান মহোদয়ের নেতৃত্বে এক বিশেষ বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য না দেওয়া, নিম্নমানের পণ্য সরবরাহ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের জন্য “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” এর ৪৫ ও ৫১ ধারায় তিনজন ব্যবসায়ীকে ৫,০০০/- টাকা করে সর্বমোট ১৫,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
এই অভিযানে সহায়তা প্রদান করেন মোঃ শাহনেওয়াজ, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক; মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সকলকে সচেতনভাবে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানায় এবং নিয়মিত বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে।