• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

ফ্যাসিবাদবিরোধী ঐক্য প্রতিষ্ঠায় বিএনপি-খেলাফত মজলিস সংলাপ

Reporter Name / ৩৭ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন


ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তঃদলীয় সংলাপ করেছেন বিএনপি ও খেলাফত মজলিস। বুধবার (২২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খেলাফতে মজলিসের উদ্যোগে রাজনৈতিক দলসমূহের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টায় শুরু হওয়া সংলাপে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও লিয়াজো কমিটির প্রধান স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান অংশগ্রহণ করেন।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের নেতৃত্বে সংলাপে অন্যদের মধ্যে ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও অধ্যাপক আবদুল জলিল অংশগ্রহণ করেন।

সংলাপে বিএনপি ও খেলাফত মজলিসের নেতারা ৭টি বিষয়ের ওপর একমত পোষণ করেন। এর মধ্যে রয়েছে-

• জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্তঃদলীয় সংলাপ অব্যাহত রাখা হবে।

• দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

• দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

• ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করা।

• পতিত ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে তার জন্য জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।

• খুন, গুম ও নির্যাতনের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা।

• আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের দায়েরকৃত সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts