• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

নাটোরে ১৩ টন গুলির খোসা উদ্ধার – IPCSBDPress

Reporter Name / ২৭ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন


আপডেটঃ ২:১৪ অপরাহ্ণ | অক্টোবর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

নাটোরে বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুত করায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য তৈরি হয়েছে।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যাচাই-বাছাই করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী সিহাব উদ্দিনের মালিকানাধীন ‘বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এর গোডাউনটিতে প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা মজুত করা ছিল।স্থানীয়রা বিষয়টি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যাচাই-বাছাই করেছেন।

নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।তারপর আমরা স্থানীয় সেনাক্যাম্পে খবর দেই।আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলেছি এবং সেনাবাহিনীও কথা বলেছেন।এগুলো বৈধভাবেই এসেছে এবং বৈধভাবেই বাণিজ্যিক পদ্ধতিতে আবার চলে যাবে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, ওখানে গুলির খোসা মজুত রয়েছে।

ব্যবসায়ীর কাছে থাকা গুলির খোসা ক্রয়সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।স্থানীয়রা জানায়, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী শিহাব উদ্দিনের মালিকানাধীন বাব-মায়ের দোয়া এন্টারপ্রাইজের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে ব্যবসায়ী সিহাব উদ্দিন বলেন, রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে নিলামের মাধ্যমে এক ব্যবসায়ী স্ক্র্যাপ হিসেবে এসব গুলির খোসা ক্রয় করেন।পরে তিনি সেই উৎস থেকে ৪০ টাকা কেজি দরে প্রায় সাড়ে ১৩ টন খোসা কিনেছেন।সেখান থেকে প্রায় সাড়ে ১৩ টন খোসা ৪০ টাকা কেজি দরে ক্রয় করেন তিনি।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts