মোঃ হিমেল মিয়া।
মনোহরদী উপজেলা প্রতিনিধি।
সোমবার (২৬ আগষ্ট) উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া পিপিএম এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, মনোহরদী উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও মনতলা সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ও বিশিষ্ট সমাজ-সেবক মাও. মো.বাকিউল ইসলাম বাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল মোতালিব, সহ-সভাপতি মাও. সাইফুল্লাহ্ প্রধান, থানা শাখার সেক্রেটারি অধ্যাপক ডা. কাজী জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মনিরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আতিকুর রহমান, রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ আলী সহ মনোহরদী উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীবৃন্দ ও উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে ওসিকে অবহিত করেন। এ সময় ওসি মহোদয় নেতৃবৃন্দকে আইন-শৃঙ্খলা বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।