নরসিংদীতে ধর্ষণের শিকার নারী জন্ম দিলেন সন্তান, অভিযুক্ত রহমান মিয়া কারাগার
হিমেল মিয়া। মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলায় ধর্ষণের শিকার এক নারী (১৮) সন্তানের জন্ম দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত পঞ্চাশোর্ধ রহমান মিয়াকে (৫৮) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার।
আসামি রহমান মিয়া উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী গ্রামের মৃত আছমত আলীর ছেলে। স্থানীয় বাজারে ভাঙ্গারী মাল ব্যবসায়ী হিসেবে পরিচিত তিনি।
ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা যায়, গত বছর এক দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রহমান মিয়া জোরপূর্বক তাকে ধর্ষণ করেন এবং পরে বিষয়টি গোপন রাখতে ভয়ভীতি দেখান। এরপর চলতি বছরের ৩০ জানুয়ারি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দেওনা এলাকার রাকিবুল হাসানের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। এক মাস পর শ্বশুরবাড়ির লোকজন মেয়েটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানালে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করে দেখা যায় তিনি সাত মাসের গর্ভবতী।
বিয়ের পর ধর্ষণের ঘটনাটি প্রকাশ পেলে মেয়েটির শ্বশুরবাড়ির লোকজন তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক বসানো হলেও রহমান মিয়া দায় স্বীকার করেননি বা বিয়েতে সম্মত হননি।
এদিকে, গত ১৬ জুন ভুক্তভোগী নারী একটি ছেলে সন্তানের জন্ম দেন।
মনোহরদী থানার ওসি জানান, মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির পিতৃ পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্ট করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহমান মিয়া ধর্ষণের কথা স্বীকার করেছেন বলেও জানান পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে