নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
🖊️ নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা এক হৃদয়ছোঁয়া পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জুন) নরসিংদী পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে আয়োজিত এই কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল হান্নান।
সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা। এক উন্মুক্ত পরিবেশে তারা তুলে ধরেন নিজেদের অভিজ্ঞতা, সমস্যা ও মতামত। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তাদের কথা শুনেন এবং তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যা সমাধানের দিকনির্দেশনা প্রদান করেন। তার আন্তরিকতা ও মানবিক মনোভাব উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।
সভায় পুলিশ সুপার বলেন—
“সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনই একটি আদর্শ পুলিশ সদস্যের প্রকৃত পরিচয়। জনগণের আস্থা অর্জনে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
এ সময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ সম্মাননা—যা উপস্থিত সকলের মাঝে এক অনুপ্রেরণার বাতাস বইয়ে দেয়।
এরপর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চিহ্নিত অপরাধ প্রবণতা ও অপরাধ দমনে করণীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। পুলিশ সুপার পরিষ্কারভাবে সকলকে উদ্দেশ্য করে বলেন—
“জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আরও বেশি সচেতন, দায়িত্বশীল ও পেশাদার হতে হবে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি মেনে চলতে হবে।”
উল্লেখ্য, পুরো আয়োজনজুড়েই ছিল শৃঙ্খলা, সৌহার্দ্য এবং এক বন্ধনমূলক পারিবারিক আবহ। পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে এই কল্যাণ সভা এক অনন্য ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
📌 নরসিংদী জেলা পুলিশের এমন উদ্যোগ শুধু বাহিনীর ভেতরে নয়, বরং জনগণের মাঝেও সৃষ্টি করেছে নতুন আশার আলো।