• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
যে কারণে এতদিন ঘোষণা হয়নি রুবাবা দৌলার নাম! জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরে প্রশ্নের ঝড় – IPCSBDPress দুর্নীতি আছে, দখল–চাঁদাবাজিও চলছে: টিআইবি বাবরি মসজিদ নির্মাণ ঘিরে লাখো মানুষের জমায়েত ভারতের পশ্চিমবঙ্গে – IPCSBDPress এখন থেকে ৭ দিনেই জেলা প্রশাসক ও পুলিশের মাধ্যমে হবে বেদখল জমি উদ্ধার গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে হাসিনার ফ্যাসিস্ট সরকার: সালাহউদ্দিন রাজশাহী সীমান্তে ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক – IPCSBDPress ছবি এডিটিং সফটওয়্যার ডাউনলোড | BestEarnIdea.com রাজশাহীতে এনসিপি নেতা সারজিস আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা – IPCSBDPress আমাদের শিক্ষাখাতে প্রকৃতভাবে গুরুত্ব দিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মনোহরদীতে কৃষক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name / ১৯১ Time View
Update : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

 

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম শুভ জন্মদিন উপলক্ষে তার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে অর্জুন চর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, মনোহরদী উপজেলা ও পৌরসভা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি জনাব সুরুজ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, যুগ্ম সম্পাদক কৃষক  দল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা খ. ম. কামরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বিপ্লব বলেন, “বাংলাদেশ সৃষ্টির পর থেকে মুক্তিযুদ্ধ ও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার প্রত্যক্ষ অবদান রয়েছে। ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পর পাক হানাদার বাহিনী খালেদা জিয়াকে গ্রেপ্তার করে। তিনি সাড়ে ছয় মাস তার শিশু সন্তানকে নিয়ে বন্দি ছিলেন। ইতিহাসের প্রেক্ষাপটে তাকেই প্রথম নারী মুক্তিযোদ্ধা বলা যায়।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা, স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনসহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তিনি কখনোই অন্যায়ের সঙ্গে আপোস করেননি। তার ত্যাগ ও অবদান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে তার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপজেলা ও পৌরসভার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ জনতা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts