Bir Shrestha Matiur Rahman park
মহাম মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধের বীরসেনানী বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের (Bir Shrestha Matiur Rahman) অনবদ্য ভূমিকা কে স্বীকার করে ও তার স্মৃতিকে ধরে রাখার প্রয়াসে ২০০৮,সালের ৩১ শে মার্চ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘর স্থাপিত হয়।
সাত বীরশ্রেষ্ঠ ও তিন ভাষাশহীদদের জন্মস্থানে জাদুঘর ও লাইব্রেরি নির্মান প্রকল্পের আওতায় ২০০৮,সালের ৩১ শে মার্চ উপঅধিনায়ক বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘরে প্রায়২ হাজার ৮০০ টি বই রয়েছে। তবে এই জাদুঘরে বীরশ্রেষ্ঠের ব্যবহৃত কোন স্মৃতিচিহ্ন নেই।
ঢাকা – সিলেট মহাসড়কের ভৈরব সীমানায় নরসিংদী রায়পুরা উপজেলার মাহমুদাবাদে সাবেক রামনগর গ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘর টি বর্তমানে অবস্থিত রয়েছে।
Bir Shrestha Matiur Rahman
পাকিস্তানে একটি কবরের উপর লেখা ছিলো, “ইধার সো রাহা হে এক গাদ্দার” ! (মানে এখানে শুয়ে আছে এক বেঈমান) পাকিস্তানের সেই গাদ্দারটি কে জানেন? বাংলাদেশের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ! ছবির এ কঙ্কালটাই তিনি! ২০০৬ সালের ২৩ জুন তাঁর দেহাবিশেষ দেশে ফিরিয়ে আনা হয়েছে।