• শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন |
  • English Version

বৃষ্টি হতে পারে আরও দুই দিন, তারপর কমবে তাপমাত্রা – IPCSBDPress

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন


আপডেটঃ ১১:১৯ পূর্বাহ্ণ | অক্টোবর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ

ঘূর্ণিঝড় ‘মন্থা’ এখন আর আগের মতো শক্তিশালী নেই। ভারতের ছত্তিশগড়ে প্রবেশের পর এটি নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। যদিও ঝড়টি দুর্বল হয়ে গেছে, তবুও এর প্রভাব এখনও রয়ে গেছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গজুড়ে।বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মন্থার প্রভাবে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকায় আবহাওয়া কিছুটা পরিবর্তনশীল ছিল। দিনের শুরুটা রোদে ভরা থাকলেও সকাল সাড়ে ৯টার পর থেকেই আকাশে ঘন মেঘ দেখা যায়। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, “রাজধানীর আশপাশে ইতোমধ্যে হালকা বৃষ্টি শুরু হয়েছে। মন্থার প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে।”আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, মন্থার পাশাপাশি আরব সাগরেও আরেকটি নিম্নচাপ সক্রিয় রয়েছে। এই দুই সিস্টেমের সম্মিলিত প্রভাবে বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা দেখা দিচ্ছে।বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৃষ্টিপাতের ধারা আগামী দু’দিন স্থায়ী হতে পারে। শুক্রবার ও শনিবার বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলবে, তবে রোববার থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে, আবহাওয়াবিদেরা জানিয়েছেন, মন্থা পরবর্তী বৃষ্টির পর দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ফলে নভেম্বরের শুরুতেই দেশের আবহাওয়ায় শীতের হালকা আমেজ দেখা দিতে পারে।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts