• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে প্রধান উপদেষ্টা ইউনূসের যাত্রা – IPCSBDPress SSC রেজাল্ট চেক করার নিয়ম বিদেশ থেকে দেশে যাওয়ার স্ট্যাটাস কোরআন অবমাননার অভিযোগে ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে বাংলাদেশ-পাকিস্তান দায়ী শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে হবে পলাশে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‘চিফ হিট অফিসার’ বুশরার স্বামীর বিরুদ্ধে মামলা, গুলশান সিসা বারে ১৭ জন আসামি – IPCSBDPress ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে উপদেষ্টাদের দায়মুক্তি সম্ভব নয়: আখতার মারিয়া করিনা মাচাদোকে নোবেলজয়ে অভিনন্দন জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস – IPCSBDPress

বাংলাদেশ-হংকং ম্যাচে যেসব বিষয়ে নিষেধাজ্ঞা দিলো বাফুফে

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন


এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়াম রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এশিয়ান কাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে ডু অর ডাই ম্যাচ হ্যাভিয়ের কাবারেরার শিষ্যদের। এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকার মিশন। হামজা, সমিত, জামালসহ ২৮ জনের দলে প্রবাসী আর বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ৭। তাদের ঘিরে উন্মাদনাও বাড়তি। ক্যাম্প শুরুর দিন থেকে দেশের মানুষকে জয়ের স্বপ্ন দেখিয়েছেন ফুটবলাররা। এবার তা পূরণের পরীক্ষা।

দলের সঙ্গে প্রথম আর শেষ সেশন সমিত সোমের। বাছাইয়ে আগের দুই ম্যাচে শুধু এক গোল বাংলাদেশের। পূর্ণ পয়েন্টের মিশনে গোল করার দায়িত্ব আক্রমণভাগের। তবে স্বাগতিকদের বড় দুশ্চিন্তা ইনজুরি। ত্রিশ জনের দল থেকে ইব্রাহিম-সুমন আগেই বাদ পড়েছেন। তপু, আল আমিন, তারিক কাজীদের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই হেড কোচের।দু’দলের চার দেখায় জেতা হয়নি বাংলাদেশের। দুই ড্র, দুই হার। তবু ম্যাচকে কঠিন হিসাব করে ছক কষছেন অ্যাশলে ওয়েস্টউড। প্রতিপক্ষ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের র‍্যাংকিং পার্থক্য ৩৮।

এদিকে বাংলাদেশ-হংকং ম্যাচ ঘিরে ১১টি বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বাফুফে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বাফুফের ভেরিফায়েড ফেসবুক পেজে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। চলুন এক নজরে দেখা নেয়া যাক ঢাকার জাতীয় স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে বাফুফের কিছু নিয়মাবলি ও বিধিনিষেধ-

  • কোনো ধরনের অস্ত্র বহন করা যাবে না।
  • মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের বেআইনি সামগ্রী নিষিদ্ধ।
  • জাতিগত, রাজনৈতিক, ধর্মীয় বা উস্কানিমূলক কোনো সামগ্রী আনা যাবে না।
  • আতশবাজিসহ আগুন লাগার ঝুঁকি বাড়ায় এমন সব কিছুই নিষিদ্ধ।
  • সহায়তাকারী প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী আনা যাবে না।
  • আসনের নিচে রাখা যায় না এমন বড় বা ভারি বস্তু নিষিদ্ধ।
  • লেজার পয়েন্টার, অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী এবং খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তাদের মনোযোগ নষ্ট করে এমন জিনিস আনা যাবে না।
  • প্রচারমূলক বা বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি জিনিসপত্র নিষিদ্ধ।
  • ব্যক্তিগত ব্যবহার ছাড়া অন্য কোনো ধরনের রেকর্ডিং ডিভাইস বা ক্যামেরা আনা যাবে না।
  • জননিরাপত্তা বিঘ্নিত করে বা ইভেন্টের সুনাম নষ্ট করে এমন যেকোনো বস্তু নিষিদ্ধ।
  •  অন্য দর্শকদের খেলা দেখতে বাধা দেয় এমন কোনো জিনিস আনা যাবে না।

বি:দ্রষ্টব্য: এই নিয়মগুলি অমান্য করলে, তাদের দেশের আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে এবং তাদের স্টেডিয়াম থেকে বের করে দেয়া হতে পারে বা ভবিষ্যতে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

স্টেডিয়ামে উপস্থিত থাকাকালীন অনুগ্রহ করে নিম্নলিখিত কাজগুলি থেকে বিরত থাকুন:

  • মাঠের মধ্যে প্রবেশ বা আশপাশের এলাকায় যাওয়া যাবে না।
  • সিটের উপর দাঁড়ানো অথবা অন্য দর্শকদের খেলা দেখার পথে বাধা সৃষ্টি করবেন না।
  • অন্য দর্শক বা মাঠের দিকে কোনো বস্তু, তরল বা এই জাতীয় কোনো কিছু ছোড়া যাবে না।
  • লেজার ব্যবহার করা, আগুন জ্বালানো ও আতশবাজি ব্যবহার করা যাবে না।
  • অন্য দর্শকদের খেলা উপভোগে বাধা সৃষ্টি করে বা প্রতিযোগিতায় খেলোয়াড়দের মনোযোগ বিঘ্নিত করে এমন কোনো আচরণ করা যাবে না।
  • প্রতিপক্ষ সম্পর্কে কোনো আপত্তিকর মন্তব্য বা মতামত প্রকাশ করা যাবে না।
  • কোনো রাজনৈতিক আলাপ, উসকানি মূলক কথা বা দৃষ্টিভঙ্গি প্রচার করা যাবে না।
  • অন্য দর্শকদের জন্য বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় এমনভাবে অ্যালকোহল, সিগারেট বা মাদকদ্রব্য গ্রহণ করা যাবে না।
  • অন্যান্য দর্শক, খেলোয়াড় এবং মাঠের ম্যাচ কর্মকর্তাদের বিরক্ত করা যাবে না।
  • কোনো রকম আপত্তিকর ভাষা ব্যবহার করে অন্যদের জন্য সমস্যা সৃষ্টি করা যাবে না।
  • অন্যদের বিরুদ্ধে উত্তেজক কথা, বৈষম্যমূলক বা আক্রমণাত্মক আচরণ করা যাবে না।
  • খেলাধুলার ইভেন্টের সাথে সম্পর্কহীন পতাকা বা এই জাতীয় কিছু ব্যবহার করা যাবে না।
  • টিকিট বিক্রি করার চেষ্টা করা বা কোনো অনুমতিবিহীন মুদ্রিত সামগ্রী বিতরণ করা যাবে না।
  • নিজের বা অন্যের জীবনের জন্য বিপদ ডেকে আনে এমন কিছু করা যাবে না।
  • অন্যদের মধ্যে সহিংস আচরণকে উৎসাহ দেওয়া অথবা নিজে সহিংস আচরণ করা যাবে না।
  • দেয়াল, প্রতিবন্ধক, ক্যামেরা প্ল্যাটফর্ম, গাছ বা যেকোনো ধরনের ছাদের মতো সাধারণের ব্যবহারের জন্য তৈরি নয় এমন কোনো স্থাপনার উপর ওঠা যাবে না।
  • প্রবেশপথ, বাহিরে যাবার পথ, জরুরি বাহিরপথ বা যেকোনো হাঁটার পথের মতো চলাচলের পথগুলিতে বাধা দেওয়া বা সেগুলিকে সংকীর্ণ করা যাবে না।
  • ভিআইপি এলাকা ও মিডিয়া এলাকার মতো সাধারণের জন্য বন্ধ এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না।
  • কোনো দেয়াল বা কাঠামোগত/ডিজাইনগত উপাদানের উপর কিছু লেখা, রং করা বা আঠা দিয়ে কিছু লাগানো যাবে না।
  • নির্ধারিত পাবলিক টয়লেট ছাড়া অন্য কোথাও প্রস্রাব বা মলত্যাগ করা যাবে না।
  • থুথু ফেলা, অথবা গ্যালারি ও তার চত্বরের অন্য যেকোনো স্থানে আবর্জনা বা অন্যান্য জিনিস ফেলে রাখা যাবে না।
  • খেলাধুলার ইভেন্টের নিরাপত্তা, মর্যাদা এবং সুনামের সাথে আপস করে এমন কোনো কার্যকলাপে যুক্ত হওয়া যাবে না।

সবসময় মনে রাখবেন আমরা যেখানেই খেলি না কেন আপনারা সব সময় আমাদের দলেরই একজন। আমাদের পরিবারের অংশ। তাই আমরা বিনীতভাবে চাই না, আমাদের কোনো সমর্থক উপরের এই নিয়মগুলো অমান্য করুক




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts