পিএসসি রেজাল্ট । ইবতেদায়ী শিক্ষা সমাপনী ফলাফল । প্রাথমিক শিক্ষা সমাপনী ফলাফল ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী রেজাল্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
অনলাইনে প্রাথমিক/ ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অথবা ডাইরেক্টর অব প্রাইমারী এডুকেশন (DPE) এর ওয়েব সাইটে পাবেন পিএসসি বা ইবতেদায়ী পরীক্ষার রেজাল্ট। রেজাল্ট পেতে www PSC Result এই ওয়েব সাইটে গিয়ে প্রাথমিক সমাপনী ফলাফল লিংকে গিয়ে পরীক্ষার নাম, সাল, বিভাগ, জেলা উপজেলা/থানা এবং রোল নাম্বার দিলেই পেয়ে যাবেন আপনার রেজাল্ট।
এসএমএস এর মাধ্যমে খুব সহজেই মোবাইলের এসএমএস এর মাধ্যমে পেতে পারেন আপনার পরীক্ষার ফলাফল। এসএমএসে পিএসসি / ইবতেদায়ী রেজাল্ট পেতে অনুসরণ করুন নিচের নিয়ম।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন DPE তারপর স্পেস দিয়ে লিখুন আপনার থানা বা উপজেলা কোড এরপর স্পেস দিয়ে লিখুন পিএসসি রোল নং এবং এরপর স্পেস-দিয়ে পরীক্ষার সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে। ফিরতি এসএমএসে আপনার রেজাল্ট পেয়ে যাবেন।
DPE > 1234 > 123456 > Year SEND 16222
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে উপরের নিয়মে মেসেজ লিখুন শুধু DPE এর পরিবর্তে EBT লিখে পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বারে। ফিরতি এসএমএসে আপনার ফলাফল পেয়ে যাবেন।
EBT > 1234 > 123456 > Year SEND 16222