নরসিংদী জেলা আইনজীবী সমিতির ২০২৩ এর কার্যনির্বাহী সংসদের নির্বাচনে সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম ও সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম রিপন আইনজীবীদের ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন।গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার নরসিংদী জেলা আইনজীবী সমিতিতে ২০২৩ এর কার্যনির্বাহী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ বিরতিহীনভাবে একটানা ভোট গ্রহণ হয়েছে আইনজীবী সমিতির ভবনে। স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন ভোটার আইনজীবী বৃন্দ। সন্ধ্যার পর ভোট গণনা শেষে সভাপতি পদে এডভোকেট কাজী নাজমুল ইসলাম ২৮৫ ভোটে পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান পিপি অ্যাডভোকেট ফজলুল হক পেয়েছেন ২৩৩ ভোট। সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।
সম্পাদক পদে নজরুল ইসলাম রিপন ২৯৬ ভোট পেয়ে সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ।তার নিকটতম প্রতিদ্বন্দী এডভোকেট একেএম নুরুল ইসলাম নুরুন্নবী পেয়েছেন ১২১ ভোট। সহ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট শাহাদাত হোসেন। কোষাধ্যক্ষ পদে এডভোকেট নুর মোহাম্মদ খান সরণ ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাইব্রেরী পদে এডভোকেট আবুল কালাম ও সাহিত্য সম্পাদক পদে অ্যাডভোকেট আয়েশা আক্তার চম্পা,কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম রানা ,মোহাম্মদ আরিফ মিয়া, মোঃ সেলিম মিয়া ও মোঃ কাইয়ুম মিয়া ।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ ,সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মো শাজাহান মিয়া ও আনোয়ারা স্মৃতি, মোঃ সিদ্দিকুর রহমান,মোসাম্মৎ ফাতেমা আক্তার প্রীতি প্রমুখ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.