• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
রোহিঙ্গা সহায়তায় যুক্তরাজ্য–কাতারের ১১.২ মিলিয়ন ডলার বরাদ্দ – IPCSBDPress পুলিশ এখন সংগঠিত:- নির্বাচনকে সামনে রেখে পররাষ্ট্র উপদেষ্টার সতর্কবার্তা – IPCSBDPress জনতা ব্যাংক থেকে ১৯৬৩ কোটি টাকা লুটপাট, আসামি ৩৪ যে কারণে এতদিন ঘোষণা হয়নি রুবাবা দৌলার নাম! জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরে প্রশ্নের ঝড় – IPCSBDPress দুর্নীতি আছে, দখল–চাঁদাবাজিও চলছে: টিআইবি বাবরি মসজিদ নির্মাণ ঘিরে লাখো মানুষের জমায়েত ভারতের পশ্চিমবঙ্গে – IPCSBDPress এখন থেকে ৭ দিনেই জেলা প্রশাসক ও পুলিশের মাধ্যমে হবে বেদখল জমি উদ্ধার গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে হাসিনার ফ্যাসিস্ট সরকার: সালাহউদ্দিন রাজশাহী সীমান্তে ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক – IPCSBDPress

মহাসড়কে চাপ কমাতে ২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে স্থানান্তর করতে হবে

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন


সড়ক পরিবহন উপদেষ্টা

রেল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মহাসড়কের ওপর চাপ কমাতে হবে। সড়কে শুধু ৮ লেন থেকে ১০ লেন করলে যানজট কমবে এমন ধারণা ভুল। দেশের মহাসড়কের ওপর চাপ কমাতে পণ্য ও যাত্রী পরিবহনের কমপক্ষে ২০ শতাংশ রেল ও নৌপথে স্থানান্তর করতে হবে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সড়ক ভবনে সড়ক বিভাগ ও রেল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা প্রস্তাব অনুসারে যোগাযোগ খাতে মাল্টিমডেল নীতি অনুসরণ করব। আমদের রোড, রেললাইন, ইনল্যান্ড ওয়াটার- সবগুলোকে একসঙ্গে দেখতে হবে। আমরা দেখেছি সড়ক বড় করলে যানবাহনও বাড়ে। আমরা ৮ লেন করব না, বিষয়টা এমন না। আমরা করব, কিন্তু একইসঙ্গে এটাও করতে হবে। এজন্য আমাদের পরিকল্পনা আছে ২০ শতাংশ পণ্য ও যাত্রী রেল ও নৌ পথে নিয়ে যাওয়ার।

আওয়ামী লীগ আমলে ফরমায়েশি সড়ক নির্মাণ হয়েছে উল্লেখ করে সেতু উপদেষ্টা বলেন, নানা বাড়িতে পিঠা খেতে যাওয়ার জন্য আর কোনো রাস্তা করা হবে না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ১০ হাজার কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইনে একটি রাস্তা করেছেন। সেখানে মৎস্য সম্পদ, প্রাণিসম্পদ, কৃষি, পরিবেশ সব ধ্বংস করেছেন। সেখানে বন্যা সৃষ্টি করে দিয়েছেন। এত বড় একটা বিনিয়োগ অথচ কোনো গাড়ি চলে না। শুধু কিছু টেম্পু চলে। ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের টাকা অপচয় করা হয়েছে। আমাকে সন্দ্বীপের একজন বলল- আপনার বাড়ি সন্দ্বীপ, আপনি একটা রাস্তা করে দেন। আমি বললাম- এরকম কোনো রাস্তা করা হবে না। আমি যদি সড়ক বিভাগকে বলতাম, তারা কাজ শুরু করে দিত। কিন্তু আমরা গুরুত্ব বুঝে রাস্তা করব। সেটার একটা জাস্টিফিকেশন থাকতে হবে। সেটার অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব আছে কিনা দেখতে হবে।

যোগাযোগ অবকাঠামোতে অকার্যকর বিনিয়োগের উদাহরণ তুলে ধরে রেলপথ উপদেষ্টা বলেন, এই যে পদ্মা সেতু, যমুনা সেতু হলো, সবার আশা ছিল সেখানে অনেক শিল্পায়ন হবে। আসলে কি তা হয়েছে? এরকম কারো নির্দেশনার রাস্তা হবে না। আমি সড়ক সচিবকে বলেছি ট্রাফিক বিবেচনা করে রাস্তা করার জন্য। আওয়ামী লীগ সরকার ৩০-৪০ কিলোমিটার রেল পথ করল কিন্তু ট্রেন চলে সারাদিনে একটা আর লোক যাতায়াত করে ১৫-২০ জন। মাতারবাড়িতে একটা রাস্তা করা হয়েছে যার প্রতি কিলোমিটার ব্যয় ৪৭৬ কোটি টাকা। এগুলোতো আমরা বহন করতে পারব না। যেটা আমরা জাতি হিসেবে বহন করতে পারব সেটা করব। আমাদেরকে ব্যয় ও সময় বৃদ্ধি দূর করতে হবে। ভূমি অধিগ্রহণ কমাতে হবে। এটা সময় নষ্ট করে। আমি সীমান্ত সড়কগুলো পরিদর্শন করব। আমাদের সম্পদের অনেক সীমাবদ্ধতা আছে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা একই টাকা দিয়ে হাসপাতালও করতে পারি, রাস্তাও করতে পারি। কিন্তু কোনটা বেশি কার্যকর আমাদের সেটা ভাবতে হবে। 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts