মনোহরদীর বীর আহম্মদপুরে যুব সমাজের আয়োজনে কাঁচিটান ও লাঠিখেলা অনুষ্ঠিত।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বীর আহম্মদপুর গ্রামের নামা পাড়ায় আজ শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকাল ৪টায় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঁচিটান ও লাঠিখেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল ফজল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন:
এই ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা গ্রামবাংলার শিকড়ের সঙ্গে আমাদের যুক্ত রাখে। আজকের যুব সমাজ প্রযুক্তির দুনিয়ায় হারিয়ে যাচ্ছে, মাদক ও অপসংস্কৃতির ছায়া তাদের ঘিরে ধরছে। আমরা যদি এমন আয়োজনের মাধ্যমে তাদের উৎসাহিত করি, তাহলে তারা ভালো কিছু শিখবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। আমি চাই, এই খেলা প্রতিবছর আরও বড় পরিসরে হোক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের শ্রমিক দলের সভাপতি জনাব বেলায়েত হোসেন খোকা, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য পুলক, এবং স্থানীয় ইউপি সদস্য জনাব রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনার দায়িত্বে ছিলেন রুহুল আমিন সৈকত।
প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব শামীম।
খেলায় দূরদূরান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী অংশ নেন। উল্লেখযোগ্যভাবে, নারীদের উপস্থিতি ছিল নজরকাড়া, যা গ্রামীণ সংস্কৃতির প্রতি জনগণের ভালোবাসার প্রতিফলন। স্থানীয়দের অনেকে জানান, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এসব ঐতিহ্যবাহী খেলাধুলা নতুন করে ফিরিয়ে আনা সময়োপযোগী পদক্ষেপ।
কাঁচিটান খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলাল উদ্দিন ফকির। অন্যান্য সহযোগিতায় ছিলেন আব্দুর রউব, সুমন, চন্দনসহ স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অনুষ্ঠানটি সরাসরি কভার করেন এবং খেলোয়াড়, অতিথি ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, উৎসবমুখর ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে এলাকাবাসীর মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।