স্টাফ রিপোর্টার : নির্বাচনে জনগনের ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে নারীদের বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে মন্তব্য করেছেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ শাহাদাত হোসেন বিপ্লব। নরসিংদীর বেলাবোতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শনিবার (১৬ আগষ্ট) বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণপুর ইউনিয়ন শাখার আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বিল্লাল মিয়ার সভাপতিত্বে ও সেচ্ছাসেবক দল নেতা তৌহিদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ মোঃ শাহাদাত হোসেন বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা খ.ম. কামরুল ইসলাম, কৃষকদল নরসিংদী জেলা শাখার যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন কমল ,কৃষকদল নরসিংদী জেলা কমিটির সদস্য মোস্তফা কামাল, বিএনপি নেতা সালাম পাঠান, কৃষকদল মনোহরদী উপজেলার সহ-সভাপতি মোঃ সুরুজ মিয়া,মনোহরদী উপজেলা কৃষকদলের যুগ্ম আহবাযক কামরুল হাসান রোমেল, নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন’সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।









