• রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন |
  • English Version

পলাশে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন


“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। বুধবার (৮ অক্টোবর) সকালে পলাশ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইএসএইচসি হাসানহাটা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের সভাপতি শান্তি রঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকী।

রিকের সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মইনুল হকের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বালিয়া আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের নবীন সদস্য শামিয়া আক্তার দিবা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাশরুর খান, রিক মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান সাব্বির, শারমিন সুলতানা, সাংবাদিক, (ISHC) ১২টি ক্লাবের সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রবীণ ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts