নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন ও লেবুতলা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত এল.কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ২৫ নং এল.কে ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটাই মাঠ। অনেক আগে থেকেই এই মাঠে খেলাধুলা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহান একুশে বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছিল।ইতিপূর্বে এখানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর সহধর্মিণী মিলি রহমান, বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী,মুসা ইব্রাহীম,বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক,আবুল মকসুদ সহ দেশের স্বনামধন্য রাজনীতিবিদ,শিক্ষাবিদ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব,ভাষা সৈনিক এবং মুক্তিযোদ্ধাদের আগমণ ঘটেছিল।গত এক সপ্তাহ আগে ২৫ নং এল.কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের নতুন একটি ভবন নির্মাণের জন্য কাজ শুরু করে।
এই ভবনটি নির্মাণ হলে ঐতিহ্যবাহী মাঠটি নষ্ট হয়ে যাবে।ঐতিহ্যবাহী মাঠটি রক্ষা করার জন্য খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি মোঃ সুহেল রানা,খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম সাদ্দাম, খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক,মোঃ ফজলুল হক সরকার,এলাকার বিশিষ্ট সমাজ সেবক মোঃ প্রতিক মোল্লা,চালাকচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,মোঃ তোফাজ্জল হোসেন, সাগরদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাঈম আহমেদ,বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল লতিফ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে নতুন ভবন নির্মাণ কাজ সাময়িক বন্ধের জন্য অনুরোধ জানান এবং তাৎক্ষণিকভাবে মনোহরদী উপজেলা নিবার্হী অফিসার হাছিবা খান ও উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবগত করেন।
বিষয়টি অবগত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়টি পরিদর্শনে আসেন এবং কিভাবে মাঠ রক্ষা করে নতুন ভবন নির্মাণ করা যায় সেই বিষয়ে এলাকার সুশীল-সমাজ ও এল.কে ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআতিকুল্লাহ এর সাথে আলোচনা করেন।আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার এর নির্দেশক্রমে নতুন ভবন নির্মাণের সরঞ্জামাদী মাঠ থেকে অপসারণ করে পুরাতন ভবনটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। যার ফলে নতুন ভবন নির্মাণে আর কোন বাঁধা থাকল না।ঐতিহ্যবাহী মাঠ রক্ষার ব্যাপারে খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সুহেল রানা ও খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম সাদ্দাম,এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মানস রঞ্জন চক্রবর্তী সহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ অগ্রণী ভূমিকা পালন করেন।যারা এই মাঠ রক্ষায় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি এল.কে ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী অনেক কৃতজ্ঞতা জানিয়েছেন।