প্রচন্ড গরমে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কেজি স্কুল খোলা রেখে করছে পাঠদান!
বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড গরম আবহাওয়া বিরাজ করছে দেশজুড়ে। অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত। গত শুক্রবার ইতোমধ্যে আবহাওয়া অফিস থেকে তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে।
এমতাবস্থায় দেশজুড়ে বহমান তাপদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে।
এমতাবস্থায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কেজি স্কুল গুলো সব কিছুকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে স্কুল খোলা রেখে করছেন রমরমা ব্যবসা। খিদিরপুর ইউনিয়নের অধিকাংশ কিন্ডারগার্ডেন স্কুল খোলা রেখে চলছে পাঠদান। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা অনেক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ঘটতে পারে অনেক দুর্ঘটনায়।
কয়েক জন সচেতনত সুনাগরিক এমন প্রশ্নের জবাবে বলেন,এরা এদেশের নিয়ম কানুন কখন ও মেনে চলে না। যে যার মতো করে যতাযত স্থানে স্কুল বসিয়ে অতিরিক্ত ফ্রি আদায় সহ কোমল মতি শিক্ষার্থীদের কাঁদে ঝুলিয়ে দিয়েছে বইয়ের বোজা। এ সম্পর্কে সরকারের পাশাপাশি জনগণের অধিক সচেতন হওয়ার প্রয়োজন মনে করেন।