মনোহরদীতে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধ।
মোঃ হিমেল মিয়া
মনোহরদী উপজেলা প্রতিনিধি।
আজ ৮ ই ডিসেম্বর রোজ রবিবার নরসিংদির মনোহরদীতে খিদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বীর আহম্মদ পুর গ্রামে ঐতিহ্যবাহী এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজস্ব খাতে ব্লক ও বাটিক বিষয়ক অপ্রতিষ্ঠানিক সাত দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। জনাব মোঃ হাবিবুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনোহরদী নরসিংদী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম.এ মুহাইমিন আল জিহাদ । উপজেলা নির্বাহী অফিসার মনোহরদী নরসিংদী। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সার্বিকভাবে সহযোগিতা করেন খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব রাকিবুল ইসলাম রাকিব। এই প্রশিক্ষণ কেন্দ্রের মূল উদ্দেশ্য হলো দেশের বেকারত্ব দূর করা। মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তোলা । মেয়েদেরকে দেশের সম্পদে পরিণত করা। তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করা। যাতে করে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারে। প্রশিক্ষণ কর্মশালার বাস্তবায়নে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর মনোহরদী নরসিংদী।