নির্মানাধীন বাড়ির দেয়াল ধসে পড়লে,তাৎক্ষণিক ভাবে কারিমা বেগমকে মনোহরদী তাজ হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি দেখে তাজ হাসপাতালের ডাক্তার তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করলে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ৪-৩০ মিনিটে মারা যান কারিমা বেগম (৪২)।
এ ঘটনা নিশ্চিত করেন,কারিমার স্বামী রুবেল এবং কোচের চর ২নং ওয়ার্ডের মেম্বার মিয়া হোসেন মোল্লা। কোচেরচর গ্রামের,রুবেলের ছেলে রিফাত (২২) অত্র গ্রামের আব্দুল রশিদ এর মেয়ে ঋতু (২১) কে নিয়ে গত এক মাস পূর্বে পালিয়ে বিয়ে করেন। আব্দুল রশিদের মেয়েকে উদ্ধারের জন্য মনোহরদী থানায় একটি অভিযোগ করা হয়,ওই অভিযোগের ভিত্তিতেই মনোহরদী থানা পুলিশ ছেলের বাবা রুবেলকে বিভিন্ন ভাবে চাপ দিচ্ছে,আব্দুর রশিদের মেয়েকে এনে দেওয়ার জন্যে,রুবেল জানান তার ছেলে রিফাতের সঙ্গে তার কোন প্রকার যোগাযোগ নাই বিধায়,সে আব্দুর রশিদের মেয়েকে উদ্ধার করতে পারছেন না বলেই তাকে পুলিশ দীর্ঘদিন যাবত হুমকি-ধামকি দিয়ে আসছেন